প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ৪:১৮ পি.এম
ফরিদপুরে সাবান নিয়ে তর্কে প্রাণ গেলো মুসল্লীর

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে গোছলের সাবান নিয়ে তর্কে জড়িয়ে প্রাণ গেলো এক বৃদ্ধ মুসল্লীর। বুধবার (২৬ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের বদরপুর মারকায মসজিদে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ওই মুসল্লীর নাম আব্দুল জলিল (৭০)। তিনি জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।
এদিকে ঘাতক বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী (৬০) কে মুসল্লীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় বাসিন্দা শাহিন চৌধুরী জানান, মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দ্যেশে বের হন মুসল্লীরা। তাবলিগের উদ্দ্যেশে মধুখালী থেকে আব্দুল জলিল গতকাল মঙ্গলবার বিকালে মসজিদে আসেন। আজ বুধবার দুপুরে স্থানীয় বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী মসজিদে আসেন। গোছলের সাবান নিয়ে আব্দুল জলিলের সাথে তর্কে জড়িয়ে পড়েন মান্নান মুন্সী। এক পর্যায়ে মান্নান মুন্সী মসজিদের পাশে থাকা কাঠের চলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান ।
ফরিদপুর কোতয়ালী থানার এস আই আব্দুল জব্বার জানান, খবর পেয়ে বিকাল ৪টার দিকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরো জানান, ঘাতক মান্নান মুন্সীকে মসজিদের মুসল্লীরা আটক করে রাখে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আব্দুল জলিলের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.