শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে সাস্থ্য সেবায় জিম্মি জনগন

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭:৪৯ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর প্রতিনিয়ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ও জিম্মি সাধারণ জনগন।
ডাক্তার ,ক্লিনিক,এবংকি ঔষধ কোম্পানির নিকটও জিম্মি এলাকার জনগন।ডাক্তারের নিকট  প্রথমে রুগী গেলেই একাধিক পরীক্ষা নিরিক্ষা দেওেয়া হয়। রোগীরা বাধ‍্য হয়ে ঔ পরিক্ষা নিরিক্ষা ডাক্তারের পছন্দের ক্লিনিকে যেতে হয়। ক্লিনিক গুলি তাদের মতো বিল কষে দেয়। তার পর যেতে হয় ঔষধের দোকানে বতর্মানে ঔষধের মূল্য তিন/চার গুন বৃদ্ধি পেয়েছে।  ঔষধের মূল্য বৃদ্ধির কারনও আছে । ডাক্তারদের লোভনীয়  সুযোগ সুবিধা দিয়ে থাকে ঔষধের  কোম্পানি গুলো।
 নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঔষধ  কোম্পানির জেলার কর্মরত ব‍্যাক্তিরা জানান ডাক্তারদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে হয় ঔষধ কোম্পানি ও ক্লিনিক মালিকদের নিকট থেকে। সুযোগ সুবিধা না দিলে  কোম্পানির ঔষধ লিখে না। তারা আরো বলেন জনগন ডাক্তার ,ফার্মেসী ও ক্লিনিক দের নিকট  জিম্মি । এখান থেকে বের হয়ে আসা কঠিন হয়েপরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin