প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৩, ৪:০৯ পি.এম
ফরিদপুরে স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল

ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার (পিএএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম এল. টি, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিরাজ আলী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.