প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৫:১৮ পি.এম
ফরিদপুরে স্ত্রী ও শিশুসহ সাংবাদিককে মারপিটের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে বাণিজ্যিক ভাবে অটো চার্জের বিদ্যুৎ বিল ফাঁকি দেয়ার চেষ্টা করার বিষয়টি ধরিয়ে দেওয়ায় স্ত্রী ও শিশসহ সাংবাদিককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের কৈজুরি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে দৈনিক মুক্ত খবর পত্রিকার ফরিদপুর প্রতিনিধি সাংবাদিক রবিউল হাসান (রাজিব) (৩৪) গত রাতে (২ জুলাই) মো. জামাল মল্লিকসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, এ ব্যাপারে আসামিদের ধরার জন্য অভিযান চালানো হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.