প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৪, ১:৫৯ পি.এম
ফরিদপুরে হাম-নাত-কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে অনুষ্ঠিত হলো একতেদায়ি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে হাম-নাত-কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ভাঙ্গা রাস্তার মোড় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এই প্রতিযোগিতায় জেলার নয়টি উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরা অংশ নেন।
মো: ইয়াসিন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বাকিগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, সাবজান নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলমগির হোসেন, উপ- পরিচালক সাহাবউদ্দিন, জেলা মডেল মসজিদের ইমাম তবিবুর রহমান প্রমুখ।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ধর্মচর্চার মধ্য দিয়ে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকে। ধর্মচর্চা মানুষকে শুদ্ধ করে। আমাদের প্রত্যেকের পরিবার থেকেই শিশু কিশোরদের ধর্মচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তবেই সে সমাজে সু-মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি আরো বলেন, মাদ্রাসার ছাত্ররা শুধু ইমাম, মুয়াজ্জিন নয় বরং সকল পর্যায়ে যাতে চাকরি করতে পারে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের ধর্ম শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা ও পারদর্শী হতে হবে।
প্রত্যেক শিশু কিশোরকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সে দেশে সম্পদ হিসেবে রূপান্তরিত হয়।
বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সকল ব্যবস্থায় আধুনিকায়নের চেষ্টা করছে। আমাদের প্রত্যেক পরিবার এবং শিক্ষক সমাজ কে এ বিষয়ে সচেতন হয়ে শিক্ষার্থীদের আধুনিক মানের গড়ে তোলার চেষ্টা করতে হবে।
তবেই আমরা কাঙ্খিত জায়গায় পৌঁছতে পারব, এতে থাকবে না কোন ভেদাভেদ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় নয়টি উপজেলায় একতেদায়ি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযায়ে তিনটি শ্রেনীতে ২৭ জনকে হাম-নাত-কেরাত এবং আজান প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে সনদ, মেডেল ও নগদ অর্থ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.