প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ৫:৫৫ পি.এম
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে শহরের খন্দকার হোটেলের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সাঈদ আনোয়ার।
পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দীন রাশেদ,পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন, পরিবেশ উন্নয়ন ফোরামের আইন বিষয়ক উপদেষ্টা এ্যাড. গোলাম রব্বানী রতন।
সভায় বজ্রপাত প্রতিরোধ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম।
এসময় তিনি জানান,'আমাদের দেশে বজ্রপাতে প্রতি বছর গড়ে ৩২০ জনের মৃত্যু হয়। যেটা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে বজ্রপাতে ২১৬৪ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার ধরন বদলে যাওয়া, বজ্রপাত বেড়ে যাওয়া, বড় গাছ কেটে ফেলার কারণে বজ্রপাতে মৃত্যু বাড়ছে।
বাংলাদেশে বজ্রপাতের কারণগুলোর মধ্যে আপাতদৃষ্টিতে প্রথম ও প্রধান কারণ জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। যদিও অনেক জলবায়ু বিজ্ঞানী এ বিষয়ে দ্বিমত পোষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য জিল্লুর রহমান রাহাত, সাবিনা লুসি,সহ সভাপতি আফসার হোসেন,আলেয়া বেগম,মনোয়ারা বেগম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম, কোষাধ্যক্ষ এবিএম সাহিন,দপ্তর সম্পাদক মোঃ বাতেন,মহিলা বিষয়ক সম্পাদক তামান্না মেহবুবা চুমকি,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ,যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান বিপুল, ক্রীড়া সম্পাদক মো হাফিজুর রহমান সহ অন্য অন্য সদস্য গন।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.