বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত হয়।ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে
বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। আলোচনায় বাবু ভাই কে আলোচনায়
অংশ নিয়ে বক্তব্য রাখেন নাজিম বকাউল. সেলিম মোল্লা.আশিষ পোদ্দার বিমান.আনোয়ার জাহিদ. প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান ফরিদ. মফিজ ইমাম মিলন.তমিজ তাজ। সাজ্জাদ হোসেন রনি.আবিদুর রহমান নিপু. মানিক দাস.সহ প্রমুখ।
বক্তব্যরা সাংবাদিকদের এই সময়ে বাবু ভাইকে খুবই প্রয়োজন ছিল। তার অভাব আমারা অনুভব করছি।