প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৫:২৯ পি.এম
ফরিদপুর সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হৃদয় শেখ (২৩) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে । তিনি প্রাণ কোম্পানির গাড়ির ডেলিভারি ম্যান ছিলেন।
জানা যায়,গত সোমবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর সদরের বাইপাস সড়ক আয়েশা অটোমোবাইল ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপরে এ সড়ক দুর্ঘটনা ঘটে । নিহত হৃদয় শেখ বিল মাহমুদপুর এলাকার শেখ আব্দুল জব্বার এর ছেলে।
জানা গেছে, শহরের রাজবাড়ি রাস্তা মোড় থেকে মুন্সিবাজার যাওয়ার পথে প্রাণ কোম্পানির ভ্যান চালক , প্রাণ কোম্পানির ভ্যানসহ মাল ডেলিভারি দেওয়ার জন্য মুন্সি বাজারে যাওয়ার সময় বাইপাস সড়কে আয়েশা অটোমোবাইল ওয়ার্কশপ এর সামনে আসলে পিছন দিক থেকে গোল্ডেন লাইনের পরিবহন স্বজোরে ধাক্কা দিলে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হৃদয় শেখ( ২৩)
সিটকে রাস্তার উপর পড়ে মাথা ফেটে ঘিলু বের হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় গোল্ডেন পরিবহন দ্রুত গতিতে চলে যায়। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাইপাস সড়ক অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.