
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলছে।
।
এবারই প্রথম সব কয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়ে প্রার্থী, প্রিজাইডিং কর্মকর্তাসহ সকলকে এইর মধ্যে অবগত করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ২৯ জন। উপজেলার ১০৩ টি ভোট কেন্দ্রের ৬৬৫ টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোট প্রদান করবে। ভোট গ্রহনে ১০৩ জন প্রিজাইডিং অফিসার এবং ৬৬৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার থেকে ভোট গ্রহন করবেন। , আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ টি ইউনিয়নে ৬৯ জন চেয়ারম্যান, ১১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৫৮ জন সাধারন সদস্য প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়া মধুখালী উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ নির্বাচন এবং আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোট গ্রহন চলছে।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই প্রত্যেক কেন্দ্রে ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোট প্রদান করছেন।