ফরিদপুর-৩ আসনে নির্বাচন ঘিরে মানুষের ভিতরে ভয় কাজ করছে, ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। নারীরা ভয়কে জয় করেই ভোটের মাঠে যাবে। স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী এ. কে. আজাদের নির্বাচনী প্রচারনায় এসব কথা বলেন এ. কে. আজাদের স্ত্রী শায়মা আজাদ শাম্মি।
শনিবার বিকালে ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর বাড়িতে মহিলা সমাবেশে মিসেস শাম্মি আজাদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন বলেই নির্বাচনে দাঁড়িয়েছেন এ.কে. আজাদ। স্বতন্ত্র ঈগল প্রতীকে নির্বাচন করছেন। আপনাদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসের রাজনীতি শুরু করছে প্রতিপক্ষ । আমাদের কর্মীদের মেরে আহত করছেন। এসব করে মানুষকে ঘরবন্দী করতে পারবেন না। মানুষ ঈগলকে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে।
এ সময় বক্তব্য রাখেন ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া ।
এর আগে দুপুরে সদরের গেরদা ইউনিয়নের বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্রপ্রার্থী এ.কে. আজাদের নারী সমর্থকদের আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, হা-মীম গ্রুপের মাধ্যমে এ.কে. আজাদ হাজার হাজার মানুষকে চাকরী দিয়েছেন।
মানুষ ভয়ে ঘরবন্দী হওয়ার মত অবস্থা। সন্ত্রাসের রাজনীতি শুরু করছে নৌকা প্রার্থী শামীম হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, মিসেস আজাদের খালা মাসুদা বেগম বুলু, ছোট বোন শায়লা ইসলাম, রিয়াদ মিয়া, মোঃ মাসুম, গোলাম মোস্তফা খোকন, জাহাঙ্গির আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার হাজারো নারী সমর্থকেরা।