শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৭

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪০ জনের বেশি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ১০টার দিকে সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে সেন্ট্রাল ভিসায়াসে ৬.৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

এতে বহু ভবন ভেঙে পড়েছে। শত বছরের পুরনো একটি চার্চ ভেঙে পড়েছে। সেবু প্রদেশ ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রদেশটিতে ৩৪ লাখ মানুষের বাস। ভূমিকম্পের পরেও দেশের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশপথ ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু রয়েছে। ভূমিকম্পটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে উত্তর সেবুতে। উদ্ধার কার্যক্রম বেগবান করতে সেখানে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারীদের জন্য খাবার ও পানির পাশাপাশি উদ্ধারকাজে ব্যবহৃত ভারী সরঞ্জামের আবেদন সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস।

স্থানীয় গণমাধ্যমকে আলফি রেইনস বলেন, ‘প্রবল বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই, তাই আমাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, বিশেষ করে উত্তরাঞ্চলে কারণ ভূমিকম্পে পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পানির অভাব দেখা দিয়েছে।’

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য বলছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এরপর বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬। তবে ভূমিকম্পের পর সুনামির হুমকি ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin