ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৪ উদ্বোধনী খেলা মঙ্গলবার ফুলপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি মাহাবুবুর রহমান , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ।
এ সময় প্রেসক্লাবের সভাপতি, রফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ক্রিড়া পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন তারিখ বিকেল ৩ঃ০০ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শরীফ আহমেদ – সংসদ সদস্য ও সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।