মোঃ সেলিম মিয়া (ফুলবাড়ীয়া) ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মালেক সরকার ও ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সারোয়ার আলম রোকন তরফদার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েদুর রহমান ।
মোহাম্মদ আলী মাষ্টার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকার,ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান বক্তব্যে বলেন, আমরা পাশাপাশি দুই উপজেলার সংসদ সদস্য, দুই উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের বিগত দিনে কোন উন্নয়ন হয়নি। আমরা দুই সাংসদ মিলে কাজ করবো। আপনাদের পাশে আছি থাকবো।
এছাড়া বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ডা. কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক আহসান হাবীব ইলিয়াস, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সারোয়ার আলম রোকন তরফদার সহ প্রমূখ।
এ সময় নবনির্বাচিত দুই সংসদ সদস্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাবেক কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ আমিনুল ইসলাম ।