নিজস্ব প্রতিবেদক : ফুলবাড়িয়ায় মুখলেছুর রহমান নামে এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে ৪ দিন ধরে অনশন করছেন নার্সিং পড়ুয়া এক শিক্ষার্থী। অভিযুক্ত ওই পুলিশ সদস্য টাঙ্গাইল জেলায় কর্মরত। তাঁর বাড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে। এ ঘটনায় এলাকা জুড়ে কৌতুহল ও বেশ আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই মেয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে মুখলেছুর রহমানের সাথে ৪ বছর আগে ওই মেয়ের ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেই সুবাদে একটু একটু করে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুলিশ সদস্য তাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন । বিয়ের নামে প্রতারণা করে ওই পুলিশ সদস্য গত ৩ বছর ধরে ওই মেয়ের সাথে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন হোটেলে শারীরিক সম্পর্ক জড়ালেও তাকে কোন স্ত্রীর অধিকার দেয়নি ।
তাই স্ত্রীর অধিকার পেতে তিনি অনশনে বসেছে। মেয়েটির অভিযোগ স্থানীয় ইউপি সদস্যসহ কতিপয় ব্যক্তি মেয়েটিকে কৌশলে প্রেমিকের দূর সম্পর্কিয় চাচার বাড়িতে নিয়ে থাকার ব্যবস্থা করেছেন। অন্যথায় তিনি আত্মহত্যা করার ঘোষণা দেন। এর আগে ওই মেয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারেও লিখিত অভিযোগ দেন বলেও জানাগেছে। এসময় ভুক্তভোগী মেয়েটি আরও জানান, প্রতারক প্রেমিকের পরিবারের লোকজন তার মোবাইল ছিনিয়ে নিয়ে ভিবিন্ন সময়ে ধারণ করা তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবিগুলো ডিলিট করে দিছে। এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, ওই মেয়ে পুলিশ সদস্যদের টার্গেট করে প্রথমে কথা বলে পরে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ায় তার কাজ। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ বিষয়ে একজন আমাকে ফোনে জানিয়েছে, এ ঘটনায় কোন অভিযোগ দেয়নি।