সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন ফের পাক-আফগান সীমান্তে সংঘর্ষ, প্রাণহানি ২৫ মেট্রোরেল দুর্ঘটনা: দাফন শেষে কালামের বাড়িতে আহাজারি, শিশুকে সান্ত্বনা—‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’ রাতভর ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ বন্ধ থাকার ২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু গফরগাঁওয়ে সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি নেতাকর্মীদের মোহাম্মদপুরে ওয়ার্ড যুবদল নেতার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফের পাক-আফগান সীমান্তে সংঘর্ষ, প্রাণহানি ২৫

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন

আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষে অন্তত পাঁচজন পাকিস্তানি সেনা ও ২৫ জন সশস্ত্র আফগানি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এমন সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, যখন তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ শান্তি আলোচনায় বসেছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার ও শনিবার আফগানিস্তান থেকে খাইবার পাখতুনখোয়ার কুররম ও উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে একদল সশস্ত্র ব্যক্তি।

সেনাবাহিনীর দাবি, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তালেবান প্রশাসন।
রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তান জানায়, এসব অনুপ্রবেশ প্রচেষ্টা “নিজ ভূখণ্ড থেকে সন্ত্রাস দমনে” কাবুলের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে।

আফগান তালেবান সরকার এখনো এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে অতীতে তারা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে এবং বরং পাকিস্তানের বিমান হামলাকে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করেছে।

উভয় দেশের প্রতিনিধি দল শনিবার ইস্তাম্বুলে পৌঁছেছে, যেখানে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় নতুন শান্তি আলোচনার উদ্যোগ চলছে। এর আগে, দোহায় উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যা ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর সীমান্তে সবচেয়ে বড় সংঘর্ষের অবসান ঘটায়। চলতি মাসের শুরুতে হওয়া সেই সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছিলেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে এবং কাবুলে শান্তির বিষয়ে আগ্রহী বলেই মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইস্তাম্বুলের আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান ‘যুদ্ধের’ বিকল্প বিবেচনা করবে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সপ্তাহান্তে সীমান্তে অনুপ্রবেশে জড়িত ব্যক্তিরা তথাকথিত ‘ফিতনা আল-খারেজ’ নামের গোষ্ঠীর সদস্য, যাদের তারা বিদেশি মদদপুষ্ট আদর্শিক যোদ্ধা হিসেবে বর্ণনা করেছে।

রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে মন্তব্য করেন। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আফগানিস্তান-পাকিস্তান সঙ্কট তিনি ‘খুব দ্রুত সমাধান করতে পারবেন’ এবং চলমান আলোচনার বিষয়ে তিনি অবহিত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, আরব নিউজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin