নুরুল আমিন, ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে এবার বর্ণিল আয়োজনে উদযাপিত হবে বাংলা নববর্ষের অনুষ্ঠান। উপলক্ষে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সার্বিক আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে বৈশাখের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হবে দেশীয় ঐতিহ্য বিশেষ করে ফুলপুরের গ্রামীন সংস্কৃতি।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে থাকবে রংবেরঙের ফুল , ফুলপুরকে ফুলের মত সাজিয়ে তোলার আবহাওয়া সৃষ্টি হবে মিছিলে। মিছিলে শোভা পাবে গ্রামীণ ঐতিহ্যের এই চির চেনা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি,মই, কাস্তে, মাছ ধরার আদি যন্ত্রপাতি, , কৃষক কৃশানি, ধান কাটার শ্রমিক সহ নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি বিজড়িত কলা কৌশলী, এছাড়াও আধুনিক তারুণ্যের নানা আয়োজনে নতুন বাংলাদেশের প্রতিফলন থাকবে শোভাযাত্রায়।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৈশাখী মেলায় থাকবে উৎসবের আমেজ , সন্ধ্যায় লোকসংগীত, বাউল সংগীত, জারি সারি ভাটিয়ালি গানে মুখরিত হবে বৈশাখী মেলা প্রাঙ্গণ , ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে রচনা প্রতিযোগিতা, হাসপাতাল থানা হাজতে বন্দিদের জন্য থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন এবার বৈশাখীর অনুষ্ঠান হবে ভিন্ন মেজাজে, ভিন্ন আমেজে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.