ইসরাত জাহান: ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ শহরের বাইপাস মোড়ে ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় আসপাডা পরিবেশ উন্নয়ন একাডেমীতে ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা উপলক্ষ্যে মাজহারুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা ও শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম,শরিফুল ইসলাম উদ্ভোধক লায়ন মোঃ আবদুর রশিদ প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন ময়মনসিংহ ময়মনসিংহ সাংবাদিক ক্লাবের সভাপতি মফিদুল ইসলাম লাভলু,
সাংবাদিক মোঃ মোখলেছুর রহমান, শিক্ষা অনুরাগী জাহাঙ্গীর শাহ ও মোঃ করিম রানা ও বিভিন্ন উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, এবং মোঃ জামাল সরকার, আবু সাঈদ ভূঁইয়া , মোঃ আবুল কালাম, নাজমুল হক, ইসরাত জাহান,ফারহানা আক্তার --প্রমূখ। অনুষ্ঠান শেষে সংগঠনের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ এম শরিফুল ইসলাম মাজহারুল হক সভাপতি মোঃ মফিদুল ইসলাম লাভলুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.