মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জে যুবদলের লিফলেট বিতরণ রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির আত্মপ্রকাশ তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও কলেজের উদ্বোধন অপরাধমুক্ত তরুণ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম — মিজানুর রহমান সেলিম রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন, উত্তেজনা জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে- বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান কাঞ্চন পৌরসভাকে মাদকমুক্ত গড়ার স্বপ্ন  দেখেন সানাউল্লা মান্নান সানি   তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রদল নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন

গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানান কর্মসূচী পালনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে গৃহীত অনুষ্ঠানমালায় বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানান শ্রেণি পেশার মানুষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন “আজকের এই দিন বাংলাদেশিদের জন্যে এক ঐতিহাসিক দিন। আজ থেকে ৫৩ বছর আগে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছি সেই বিজয় আমাদের জন্যে আনন্দের, গর্বের, শ্রদ্ধার এবং অহংকারের”। তিনি ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি ২০২৪ সনে গণতন্ত্রের জন্য, বাকস্বাধীনতার জন্যে যে সমস্ত ছাত্র-জনতা নিজের জীবন অকাতরে বিসর্জন দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, আমাদের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ভবিষ্যতে কোন স্বৈরাচার যেন রাস্ট্রিয় ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান। পরবর্তীতে ক্যাম্পাসের সংগঠন সমূহের অংশগ্রহণে শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮.৩০টায় শিক্ষক সমিতির আয়োজনে বাকৃবি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীনসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীগণ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকাল ১১.০০টায় শিক্ষক কমপ্লেক্সে এবং হলসমুহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি মসজিদ এবং মন্দিরে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে এবং মহিলা সংঘের আয়োজনে প্রীতি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin