
ফরিদপুর প্রতিনিধি:
ঈদের বাকি আছে আর এক দিন।কিন্ত ঈদ উপলক্ষে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ জনগন। মশলা ও কাচা মরিচ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে বলে জানান সাধারণ ক্রেতারা।
আজ মঙ্গলবার ফরিদপুরের টেপাখোলা বাজারে গিয়ে দেখা যায় কাচা মরিচ সহ ঈদ খাদ্য সামগ্রী চরম
ভাবে মূল্য উর্ধগতি। এক হাজার টাকা প্রতি কেজি জিরার দাম.বার শত টাকা কেজি এলাচ সহ কাচা মরিচ প্রয় চারশত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
দোকানী হায়দার. সত্য. মাসুদ সহএকধিকরা জানান প্রতিটি ঈদ সামগ্রীক মষলার দাম বৃদ্ধি পেয়েছে।
তারা আরো জানান আমারা কি করবো পাইকারি মহাজনরা যেভাবে দাম নির্ধারণ করে আমারা সেভাবেই কিনে এনে আপনাদের কাছে বিক্রি কর থাকি।
বাজার করতে আসা মোস্তফা.মুসা.
কামাল সহ একাধিকরা জানান বাজার নিয়ন্ত্রণ নেই ।বাজার নিয়ন্ত্রণকারীরা সঠিক সময় বাজার তদারকি করলে এভাবে নিয়ন্ত্রণহীন ভাবে খাদ্য সামগ্রী দাম বাড়তো না।
এ জন্য বাজার কর্মকর্তাদের দায়ি করেন তারা । এদিকে অনেকেই দেখা
গেছে বাজার না করে বাড়ি ফিরে যাচ্ছে। সেলিম নাম বাজার না করে বাড়ি ফিরে চলে যাচ্ছে কেন জানতে চাইলে তিনি জানান যে টাকা নিয়ে বাজারে এসেছে তাতে বাজার হবে না তাই বাড়ি চলে যাচ্ছি বাসায় টাকা থাকলে নিয়ে এসে বাজার করবো।