মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া| কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার বাস যাত্রী।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরের বটতৈল বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আল আমিন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাইরুপাড়া এলাকার গফুর বিশ্বাসের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ছিলেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি বটতৈল বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালক আলামনি নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।ওসি মাহাফুজুল হক চৌধুরী বলেন, নিহত ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার বিষযটি খতিয়ে দেখছে পুলিশ।