নিজস্ব প্রতিবেদক: গেল ২০২৩ সালে দেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই সড়কে ঝরেছে ৬৪১ জনের প্রাণ।মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলেন ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫ হাজার ২৪ জন নিহত ও ৭ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৪৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ৪৩৩ জন নিহত ও ৬৪১ জন আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.