বিজয়ের স্মৃতিকথা বলে শেষ করা যাবে না পুথি লিখেও শেষ করা যাবে না ইতিহাস দিয়েও রক্ত মুছা যাবে না রক্তাক্ত এই বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর। আমরা স্মরণ করছি বিজয়ের প্রতিটি রক্তের বিন্দু কণাকে যারা বিজয় এনে দিয়েছে আমরা মূক্ত স্বাধীন হয়ে বেঁচে থাকতে। তাইতো আমরা মূখস্ত করেছি
“আমরা তুমাদের ভূলবোনা” “আমরা তুমাদের ভূলবোনা”
শহীদদের চিন্তা চেতনায় প্রজন্মের কাছে পৌঁছে দিতে গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষক, শিক্ষিকা র উদ্যোগে চলেছে এক মহা শিক্ষনীয় বিজয় আনন্দমেলা।সার্বিক তত্ত্বাবধানে নূর এ আলম ভূঁইয়া উপজেলা শিক্ষা অফিসার গফরগাও ময়মনসিংহ।
উক্ত মেলায় সার্বক্ষণিক যারা ছিলেন তারা হলেন আহ্বায়ক একে এম হাবিবুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রতন,এমরান হোসেন আকন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাও উপজেলা শাখা। পাগলা থানার আহ্বায়ক আব্দুল হাই রতন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল রাজি ও শফিকুল আলম আরাফাত, মাহমুদ হক বকুল, আজিজুল হক জুয়েল, ইব্রাহিম খলিল, গোলাম রিয়াদ, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা।
শিক্ষা উপকরণ নিয়ে আজকের উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসক রুবাইয়াত ইয়াসমিন প্রতিদিনের বাংলাদেশ কে বলেন আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত আমাদের শিক্ষকবৃন্দ র প্রতি। তাদের সহানুভূতি দেখে মুগ্ধ। আগামীতে শিক্ষক শিক্ষিকা র জন্য সর্বাত্মক সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। আমি সকলের সূ স্বাস্থ্য কামনা করছি।