প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৮:১৭ পি.এম
বেলাদিয়ায় মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীপুরের কাওরাইদে বেলদিয়া পশ্চিম পাড়া বাইতুস সুজুদ (পুরাতন) জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার যুব সমাজের সহযোগিতায় স্থানীয় ৭নং ওয়ার্ডের মসজিদ ভিত্তিক মক্তবসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ (শনিবার)। অর্ধশতাধিক প্রতিযোগী সূরা, দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া-মাসায়িলসহ নবীজি সা. এর জীবনি থেকে উত্তর প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিটি মহল্লায় এমন আয়োজন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন মাওলানা শাব্বির আহমাদ আজহারী ও মুফতি ফারহান ফরিদ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন মাওলানা যোবায়ের আহমদ ফারুকি ও মাওলানা সাকিব হেসাইন। এছাড়াও উক্ত মসজিদের কমিটিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.