স্টাফ রিপোর্টার
১৩এপ্রিল২০২৩ ইং ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেও ইফতার করেননি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবুল কালাম শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানের বক্তব্য প্রদান কালে তিনি স্পষ্টভাবে বক্তব্যে, ব্যানারে নাম থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যস্ততার অজুহাতে ইফতার গ্রহণ না করেই মঞ্চস্থল ত্যাগ করেন। এ নিয়ে শিক্ষক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক প্রতিনিধির একজন শিক্ষক বলেন,আমরা ইফতার মাহফিলে শিক্ষক সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছি।
বাংলাদেশ সরকারের উপজেলা পর্যায়ের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে এমপি সাহেবকে প্রধান অতিথি করেছি।বিশেষ অতিথিদের কাতারে উপজেলা নির্বাহী অফিসার,প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং আমাদের শিক্ষক সমিতি’র প্রতিনিধিদের রেখেছি। তাই ব্যানারে শুধুমাত্র তাঁদের নামই সংযুক্ত ছিল। এখানে বাকি সবাই দাওয়াতি মেহমান।