সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া ঢাকাগামী আপলাইনে মালবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে ঢাকাগামী পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ বিঘ্ন রয়েছে। ২০ নভেম্বর বুধবার বেলা ১১: ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০১ নং মালবাহী ওয়াগনের ব্রাহ্মণবাড়িয়ার ছোট হরণ নামক ১৯ ও ২০ নং সেতুর মাঝামাঝি স্থানে ট্রেনের শেষ অংশের চতুর্থ বগির পিছনের চাকা দুটি লাইনচ্যুত হয়।
মালবাহী ওয়াগনের পরিচালক ইমতিয়াজ রহমান বলেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে বেলা ১১:১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পাস হয়ে ১১:২০ মিনিটে তালশহর পূর্ব স্থানে গাড়ির একটি চাকা লাইনচ্যুত হয়। আমরা লাইনচ্যুত হওয়া ওয়াগনের অংশ রেখে মালবাহী ওয়াগনটি তালশহর স্টেশনে নিয়ে যাব। আখাউড়া থেকে ইঞ্জিন এনে ওয়াগনের লাইনচ্যুত অংশ রেখে বাকি অংশ আখাউড়া জংশনে নিয়ে যাওয়া হবে। উদ্ধারকারী ক্রেন আসলে লাইনচ্যুত ওয়াগনটি নিয়ে যাওয়া হবে। সে পর্যন্ত ট্রেন যাতায়াত স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
তিনি আরো জানান, চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্টেন চলাচল বিঘ্ন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী ক্রেন না আসা পর্যন্ত এক পথে ট্রেন যাতায়াত করবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.