 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ৩:৪৬ পি.এম
 ভাঙ্গায় আন্তঃ উপজেলা”স্মার্ট মাদ্রাসা” বিনির্মানে করনীয়-শীর্ষক মতবিনিময় 
  
    
    
    
মো: সরোয়ার হোসেন : ভাঙ্গা, ফরিদপুর।। ফরিদপুরের  ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা মিলনায়তনে আন্তঃ ভাঙ্গা উপজেলা “স্মার্ট মাদ্রাসা” বিনির্মাণে করণীয় -শীর্ষক  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা অধ্যক্ষ এবং জমিয়েতুল মোদার্রেছিন বৃহত্তর ফরিদপুর অঞ্চল সভাপতি  আবু ইউসুফ মৃধার সার্বিক তত্তাবধানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা  প্রশাসক  মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র  কোরআন তেলাওয়াত এর মাধ্যমে  সভার  কার্যক্রম শুরু হয় এবং  আমন্ত্রিত   অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
 এ সময়  প্রজেক্টরের মাধ্যমে   উপজেলা প্রশাসন ও ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসাসহ  বিভিন্ন মাদ্রাসার শিক্ষাসংক্রান্ত কার্যক্রম  তথ্য প্রদর্শনী ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জালাল উদ্দীন।  প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার  পিএএ শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন,শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমেই স্মার্ট হলে চলবেনা, প্রতিটি মাদ্রাসা শিক্ষার্থীকে জ্ঞানের দিক দিয়েও স্মার্ট হতে হবে।  তিনি মাদ্রাসার শিক্ষার উপর গুরুত্বরোপ করে বলেন আমাদের প্রবাসী ভাই বোনদের মধ্যে অর্ধেকের বেশিই থাকে মধ্যপ্রাচ্যে। আর সেখানকার ভাষা হচ্ছে মূলত আরবি। সুতরাং মাদ্রাসা শিক্ষার মাধ্যমে  আমাদের বিপুল  জনসংখ্যাকে আরবি শিক্ষায় শিক্ষিত করতে পারি তবে মধ্যপ্রাচ্য হতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা  আয় করা  সম্ভব। মাদ্রাসা শিক্ষার্থী বা মাদ্রাসার শিক্ষকগণকে তথা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একজনও যাতে দ্বিতীয় শ্রেণির শিক্ষা ব্যবস্থা বলতে না পারে তার জন্য প্রতিটি শিক্ষার্থী  এবং মাদ্রাসা শিক্ষকগণকে প্রচুর পড়াশোনা তথা জ্ঞানার্জন করতে হবে। শুধু মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট  চাকরি নয় বরং প্রতিটি সেক্টরেই যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা ভালো করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আগামীতে ফরিদপুর জেলায়"স্মার্ট মাদ্রাসা" বিনির্মানে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি নেত্বত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
মাদ্রাসা শিক্ষায়  বর্তমান সরকারের অবদান উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা আধুনিকায়নে কাজ করে   যাচ্ছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ইসলাম প্রিয় ছিলেন ঠিক তেমনই  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও   ইসলাম প্রিয়। তুরাগের বিশ্ব ইজতেমা মাঠ, কাকরাইল মসজিদ,ইসলামী ফাউন্ডেশন ইত্যাদি ইসলামি প্রতিষ্ঠান যেমন জাতির জনক এর হাত ধরে হয়েছিল
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ৪৯৯টি উপজেলায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়, এবং স্বতন্ত্র মাদ্রাসা অধিদপ্তর  প্রতিষ্ঠা করে ইসলামী জ্ঞানচর্চায় ব্যাপক অবদান রেখে স্মরণীয় হয়ে থাকবেন।
 অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  মাদ্রাসার গভার্ণিং বডির সভাপতি মোঃ আসাদুজ্জামান মাদ্রাসা শিক্ষার্থী  মো: মাহমুদুল্লাহ,জান্নাতুল ফেরদৌস। সভায় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, জমীয়তে মোদার্রেছিনের উপজেলা সভাপতি অধ্যক্ষ মো: ইব্রাহিম মিয়া, একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস সহ ১২ টি মাদ্রাসার অধ্যক্ষ,সাংবাদিক বৃন্দ।
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.