(ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে এসে ইলিশ পরিবহনের চাপায় পথচারী পৃষ্ঠ হলেন ২ ভাই । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে।
নিহত দুই ভাই হলেন, মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মাহফুজুর রহমান(৩০) ও ছোট ছেলে হামিম রহমান(১৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিপন (৩৪) নামে আরও এক পথচারী।তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামে।
পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , দুই ভাই পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে আসেন।তারা রেলিঙের পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় ভাঙ্গা থেকে ঢাকা গামী ইলিশ পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস(ঢাকা মেট্টো-ব-১৪-৬০৫৭)ঘটনাস্থলে এসে সড়কের মাঝখান থেকে রেলিঙের পাশে দাড়িয়ে থাকা পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রেলিঙের সাথে চাপা পড়ে চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বড় ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইও মারা যান। এ ঘটনায় আহত আরেক পথচারী শিপনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় ভাই মাহফুজুর রহমান ছোট ভাই হামিমকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য ভাঙ্গায় এসে ইলিশ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে দুই ভাইই মারা যান। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.