ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে ওভারটেককালে ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রেলিঙের সাথে লেগে উল্টে যায়। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহনের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হয়েছে । তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহন এবং ঢাকা থেকে পটুয়াখালী গামী দোলা পরিবহন একে অপরের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে মালীগ্রাম ফ্লাইওভার সন্নিকটে দোলা পরিবহনটি হানিফ পরিবহনটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে অভারটেক করে পালিয়ে যায়। । এ সময় হানিফ পরিবহন টি রেলিঙের সাথে ধাক্কা লাগে এবং চাকা ফেটে উল্টে যায়। এতে হানিফ পরিবহনের সুপারভাইজার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়ন ইমরান আলী ইমরান জানান, পরিবহনের একটি গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওভার টেকিং এর কারণে হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত বাসের সুপারভাইজার এর মৃত্যুর খবর পেয়েছি। তার পরিচয় এখনো জানা যায়নি। আমি ঘটনাস্থলে অবস্থান করছি। অন্য আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.