প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ৬:৪০ পি.এম
ভাঙ্গায় পেঁয়াজ বীজে স্বপ্ন দুল়ছে কৃষকদের

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মাঠে মাঠে এখন পেঁয়াজ বীজের সমারোহ। সাদা ফুলের মিষ্টি সুবাসে মৌমাছি আর পাখির মিতালীতে পল্লী প্রকৃতি যেন হাসছে। দূর থেকে দেখলে মনে হবে হাজার কদম ফুল কিংবা হাজারো তারার মেলা।এ দৃশ্য এখন এ জনপদের মাঠে মাঠে। সাদা পেয়াজ ফুলের মধ্যে লুকিয়ে আছে কালো সোনা,যেন কৃষকদের স্বপ্ন দুলছে। এ পেঁয়াজ বীজ আবাদ করে এলাকার কৃষকদের হয়েছে ভাগ্য বদল । এলাকায় কালো সোনা খ্যাত এ বীজের আবাদ করে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এ বছর পেঁয়াজ ও বীজের আকাশচুম্বী দাম কৃষকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ । আর এ বীজের আবাদ করে কৃষকরা হয়ে উঠছেন স্বাবলম্বী ।
চলতি বছর রেকর্ড পরিমান পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস জানান,পেয়াজ বীজ কালো সোনা নামে খ্যাত। ভাঙ্গা উপজেলায় এ বছর ৪,শ ৪০ হেক্টর জমিতে পেয়াজ বীজ উৎপাদনের লক্ষমাত্রা থাকলেও ৪,শ ৪৫ হেক্টর জমিতে পেয়াজ বীজের চাষাবাদ করা হয়েছে। কৃষকরা ফসলটি করে লাভবান হন বিধায় তারা এ বছর উৎপাদনও বাড়িয়েছে। সেই সাথে আমরা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সার্বক্ষনিক উৎপাদন কৌশল,রোগ,পোকামাকড় দমন এবং সেচ,সেচ ব্যবস্থাপনা অন্যান্য আন্তঃপরিচর্যা বিষয়ে তাদের আমাদের উপসহকারী কৃষি কর্মকতার্রা পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ বছর আবহাওয়া অনুকুলে আছে। আবহাওয়া অনুকুলে থাকলে উৎপাদন প্রত্যাশা মাফিক হবে।
এলাকার কৃষি সংশ্লিষ্টদের প্রত্যাশা পেঁয়াজ বীজের উৎপাদনের মাধ্যমে এলাকার কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.