ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে হতদরিদ্র আবু শেখের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহূতের মধ্যেই আগুনের লেলিহান শির্খা চারদিকে ছড়িয়ে পড়ে।
রাত আনুমানিক ২ টার দিকে অগ্নিকান্ডের সূচনা হয় । পরে আগুনের লেলিহান শিখা দেখে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্ত ঘন্টা ব্যাপী চেষ্টা সত্যেও আগুন নিয়ন্ত্রনের
বাইরে চলে যায়। এ ঘটনায় ৩ টি টিনের বসত ঘর,ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা টাকা, চাল,ধান,আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় মর্মান্তিকভাবে ঘরে থাকা ২ টি গর্ভবতী ছাগল জীবন্ধসঢ়; পুড়ে ছাই হয়ে যায়। ঘর হতে বের হতে গিয়ে আবু শেখ ও তার স্ত্রী আহত হয়।তাদেরকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১০ লাখ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে শান্তনা দেন এবং বসতঘর উত্তোলনে সহযোগিতা করার আশ্বাস সহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরিবারটি প্রচন্ড শীতে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.