প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৬:০৭ পি.এম
ভাঙ্গায় অভিনব কায়দায় মাদকদ্রব্য বহনকালে ১৫ কেজী গাঁজা সহ আটক০২

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজী গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার রাত নয়টার দিকে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা(১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া(২১)।
গ্রেফতারের পর তারা দু,জন সাংবাদিক পরিচয় দেয়। তারা নিজেদেরকে চ্যানেল এসটিভি ও সরেজমিন পত্রিকার সাংবাদিক দাবি করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজী গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.