প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ২:২৯ পি.এম
ভাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে হাইলাইট চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে হাইলাইট চক্ষু হাসপাতাল ও হাইলাইট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন হাসপাতাল চত্বরে এর উদ্বোধন করা হয়। হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম ফরহাদ নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মডেল মসজিদের ইনচার্জ এইচ. এম রুবেল,মসজিদের পেশ ইমাম মাওলানা আহমাদ মাশরুর,হাসপাতালের ম্যানেজার জাকারিয়া হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। এ সময় হাইলাইট ফাউন্ডেশন ও হাসপাতালটির চেয়ারম্যান লায়ন মোঃ শহীদুল ইসলাম বলেন,এ হাসপাতাল থেকে আজ ১,শ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করা এবং চশমা বিতরণ করা হবে। ইতিমধ্যে ২ লক্ষ ৭৫ হাজার ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৫,শ ৮৫ জনকে স্বল্পমূল্যে ছানি অপারেশন এবং ৫ হাজার ২,শ ৮৮ জনকে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোজনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, হাইলাইট চক্ষু হাসপাতাল ও হাইলাইট ফাউন্ডেশনটি দীর্ঘ ২২ বছর যাবত ভাঙ্গায় গরীব ও অসহয় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এতে হতদরিদ্র রোগী সহ অনেকেই উপকৃত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.