ভালুকা প্রতিনিধি : ভালুকা পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হিসাবে প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন ভালুকা উপজেলা এক স্বচ্ছ ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তানদের সভাপতি আলহাজ্ব সাদিকুর রহমান তালুকদার। তিনি ভালুকা পৌরসভার উজ্জ্বল নক্ষত্র হিসাবে পৌরবাসীর কাছে পরিচিত মুখ। বন্ধু মণা সমাজসেবক হিসেবে পেতে চায় ভালুকার পৌরবাসী ।সে পৌরশহরের জনসাধারণের হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছে বলে শুনা যায় জনস্রোতে। ভালুকায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রচারণা চালাচ্ছেন পৌরবাসী। নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব সাদিকুর রহমান তালুকদার ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়ামহল্লায় সাধারন ব্যবসায়ী, ভ্যান চালক, রিকশা চালক, দিনমজুরসহ সকল শ্রেনীপেশার মানুষদের খোঁজ খবর ও মতবিনিময় করে আসছেন। তার প্রচারণার মধ্যে দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেছেন।
ইতিমধ্যে প্রতিনিয়ত মানব সেবা করে পৌরসভার প্রতিটি মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। তিনি বলেন আগামী দিনে ভালুকা পৌরসভা কে দুর্নীতি ও মাদকমুক্ত, আধুনিক শিক্ষায় সু-শিক্ষিত সমাজ গঠন, বেকারত্ব নিরসনের প্রতিশ্রুতি নিয়ে জনসাধারনের প্রত্যাশা পূরণ ও পৌরবাসীর সকল সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় নিয়ে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সকল শ্রেনীপেশার জনসাধারনের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। অত্র পৌরসভার প্রতিটি মানুষের অত্যান্ত প্রিয় ব্যক্তি হিসাবে সকল জনসাধারনের সুপরিচিত। তিনি দানশীল, ধার্মিক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ ও বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকায় পৌরসভার সাধারণ মানুষ তাকে দাতা হাতেম তাই বলে । পৌর নির্বাচনে জনতার মেয়র হিসেবে দেখতে চায় তাকে। সাদিকুর রহমান তালুকদার বলেন, অত্র পৌরসভার সাধারণ ভোটারদের মতে ভালুকা শিল্প এলাকা হলেও পৌরসভা রাস্তা-ঘাট, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নানা সমস্যায় জর্জরিত। আমি ভালুকা পৌরসভার মেয়র হিসাবে নিবাচিত হলে ভালুকা পৌরসভাকে মডেল ভালুকা হিসাবে গড়ে তুলবো । তিনি আরো বলেন আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, মানুষের মৃত্যুর পরে মানুষের মাঝে কর্মদিয়ে বেঁচে থাকাই আমার আশা।
সেই চিন্তা চেতনায় মসজিদ, মক্তব, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময় সহযোগিতা করা। আমি চাই আগামী ভালুকা পৌরসভা নির্বাচনের মেয়র হয়ে ভালুকার জনগণের পাশে থেকে যেন সেবা করতে পারি। এই সুবাধে এ পৌরসভা জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করবে। আমি র্নিবাচিত হলে তরুণ যুবসমাজকে সাথে নিয়ে মাদক মুক্ত আদর্শিক সমাজ গঠনে কার্যকরী পদক্ষেপ নিব। শ্রমিক মজদুর, গরীব অসহায় মানুষের সহায়ক হয়ে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
এদিকে আগামী পৌরবাসীর চিন্তা চেতনা যে আগামী পৌরসভার পৌর মেয়র হিসেবে নির্বাচিত করে উপজেলা পৌরবাসীর স্বপ্ন পূরণ করবেন বলে পৌরবাসী জানান। ভালুকা পৌরসভার মেয়র আলহাজ্ব সাদিকুর রহমান তালুকদারকে আগামীদিনের যোগ্যতম জনগণের পছন্দের । জনশ্রুতে সাদিক তালুকদারের বিশাল জনসমর্থন পাওয়া যায়। এক প্রশ্নের জবাবে ইমরান সিকদার অনলাইন পোর্টাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন ভালুকার পৌরসভার জনস্রোতে সাদিকুর রহমান তালুকদার কে হৃদয়ের স্থান করে নিয়েছে এবং আগামী পৌর নির্বাচন কে সামনে রেখে আমরা চাই পৌরশহরের দায়িত্ব দিয়ে আমরা অভিভাবকের একটা স্নেহধন্য হব। এমন আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার জায়গা সৃষ্টি করতে নিরলস ভাবে প্রচার প্রচারণায় কাজ ও প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ প্রজন্মের উদীয়মান আলহাজ্ব সাদিকুর রহমান তালুকদার ।