প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ৪:৫৯ পি.এম
ভেড়ামারায় বেবিটেক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন (২৩) দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের সিফাত হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে সম্রাট হোসেন মোটরসাইকেল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সম্রাট হোসেন নামের একজন নিহত হয়েছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.