মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া ভেড়ামারায় (৭)বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক সালাম (৪৫) দর্জিকে পুলিশ আটক করেছে। শনিবার সকাল ১১ টা সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে চরদামুকদিয়া গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে চরদামুকদিয়া গ্রামের কুষ্টিয়া জেলার মিরপুর থানার সাতমাইল, তার নানার বাড়ি দামুকদিয়া তরিকুল ইসলামের বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে আসে।শনিবার সকাল ১১ টার দিকে নানার বাড়ীর সামনে খেলা ধুলা করতে ছিলো এসময় পাশের বাড়ীর মৃত মহির উদ্দিন এর ছেলে দর্জি সালাম( ৪৫) শিশুকে খেলাধুলা করার সময় পুতুল বানানোর জন্য কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্জি ছালাম তার নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানা যায়।এরপর শিশুটি কান্নাকাটি করে বাসায় এসে তার মায়ের কাছে পুরো ঘটনা বললে তার পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। অভিযুক্ত সালামকে স্থানীয় জনতা আটক করে ভেড়ামারা থানা পুলিশের নিকট হস্তান্তর করে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। পরবর্তীতে আমরা রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, ধর্ষক সালামকে আটক করা হয়েছে। তারপরেও তো ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।