প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৩, ৩:১১ পি.এম
ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের বিভিন্ন মার্কেটগুলোতে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চকবাজার এলাকার কাপড় ও ওষুধের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় দেশি বিদেশি কাপড়ের ক্রয় রশিদ না থাকা, দাম বেশি রাখাসহ কাপড় যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সত্য নারায়ন বস্ত্রালয়কে ৪ হাজার, রাধা কৃষ্ণ বস্ত্রালয়কে ২ হাজার, গোপাল বস্ত্রালয়কে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আয়ুর্বেদিক ঔষধালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, জেলা পুলিশের টিম ও ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।
এছাড়াও বেশকিছু দোকানে সচেতনতামূলকভাবে তদারকি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.