নিজস্ব প্রতিবেদক
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মদিনা বাজার যুব সমাজের নিজস্ব উদ্যোগে ৪০০০ তালের আটি রোপণ। গত ৮/৯/২৩ তারিখ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজ ১০/৯/২৩ তারিখ ৪০০০ তালের আটি রোপণের কাজ সম্পন্ন হল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান স্যার বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত ও নদী ভাঙন থেকে রক্ষা পেতে তাল গাছ রোপণের কোন বিকল্প নেই।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের জিগারকান্দা- বালিচান্দা এলাকার মদিনা বাজার যুব সমাজের উদ্যোগে ও নেক্সাস স্পোর্টিং ক্লাবের সহযোগীতায় ৪ হাজার তালের আঁটি রোপণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন পরিবেশের ভারসাম্য ফেরাতে ও বজ্রপাত ঠেকাতে প্রত্যেকেরই তালের আঁটি রোপণ করা উচিৎ। এসময় সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জনাব মোঃ এমদাদুল হক বিএসসি স্যারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির স্থানীয় প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব, অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান, আক্তার মাসুদ সরকার, মদিনা বাজারের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, মদিনা বাজার যুব সমাজের পক্ষ থেকে তালের আঁটি রোপণ এর উদ্যোক্তা মোঃ আকিকুল ইসলাম (সজীব), সহ আরও অনেকে এবং অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ এমদাদুল হক বিএসসি স্যারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহ আলম (চানপুর), মোঃ আব্দুল খালেক মাস্টার (জিগারকান্দা), মোঃ আব্দুল কাইয়ুম মাস্টার(কান্দাপাড়া), আবু বকর ছিদ্দিক (ব্যবসায়িক) , মোঃ বিল্লাল হোসেন (জয়েন সেক্রেটারি ৪নং ইউনিয়ন আওয়ামী লীগ) , মোঃ মোস্তফা মেম্বার(কুটোরাকান্দা), মোঃ আব্দুল আউয়াল(জিগারকান্দা), মোঃ মোকসেদ আলী(বালিচান্দা), প্রমুখ। উল্লেখ্য, নীরব নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী একাই ১৩০০ তালের আঁটি সংগ্রহ করে দেয়। তালের আটি রোপণ কারী উদ্যোক্তাদের পূর্ব ঘোষিত পুরস্কার হিসেবে বেশি আটি সংগ্রহ কারী নিরবকে ৫০০ টাকা পুরস্কার দেন। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান স্যার তাকে নগদ ১০০০ টাকা পুরস্কার দেন। অধ্যাপক মোঃ হাবিবুর রহমান নীরবকে কমপ্লিট ড্রেস দিবেন বলে ঘোষণা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.