মোঃ মোখলেছুর রহমান নান্দাইলঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে রাসুল (সা:)কে কটুক্তির প্রতিবাদে তাওহীদি জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৩০ সেপ্টেম্বর সোমবার আসর নামাজ বাদ মধুপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা খন্দকার আবুল ফজল সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাওহীদি জনতার সংগ্রামী আহ্বায়ক মুফতি আজিমুদ্দীন, আরো বক্তব্য রাখেন মুফতি মাহমুদ,মুফতি ওমর ফারুক, হাবিবুর রহমান হবি,রুহুল আমীন মাখন প্রমুখ । বক্তারা ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা:) কে কটুক্তি ও ভারতের বিজেপি সংসদ নীতিশ রানের সমর্থন করার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতীয় সরকারকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান। এদের বিচার না পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।