
সাদা সোফায় দুই জন বসে,
শান্ত ঘরে সময় চলে।
এক জন তাকায় ক্যামেরার দিকে,
নীল টি-শার্টে, স্থির তার চোখ।
চেহারায় তার কিসের ভাব,
অজানা কোনো গল্পের খোঁচ।
পিছনে অন্য জন, লাল চেক শার্ট,
ফোনে ব্যস্ত, কানে মোবাইল।
হাতে কফি বা চায়ের কাপ,
আয়েশি ভঙ্গিতে সময় মাপ।
আলো-ছায়ার ঢেউ দেয়ালে,
ঝোলানো ছবি উপরের চালে।
এই নীরব ঘরে জীবনের ছাপ,
দুই মানুষের ভিন্ন আলাপ।
কেউ বাহিরে, কেউ অন্তরে,
যেন দুটি ধারা বয়ে চলে।
একটি ফ্রেমেই দুই জীবনের
এই ক্ষণিকের মুহূর্ত ফলে।