গোলাম কিবরিয়া পলাশ,
ময়মনসিংহঃ বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ব্যুরো বাংলাদেশ কর্তৃক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম কর্মসূচির শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্তাক আহাম্মেদ, বিভাগীয় ব্যবস্থাপক, ব্যুরো বাংলাদেশ, মোঃ আওলাদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্যুরো বাংলাদেশ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, ময়মনসিংহ।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যুরো বাংলাদেশ ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় প্রায় ৩৫০০ বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে। এদিকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম পরিবেশ রক্ষায় ব্যুরো বাংলাদেশ কর্তৃক গৃহীত এমন চমৎকার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.