মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ ইং সকালে নগরীর উম্মেদ আলী মাঠে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ক্রিকেট অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত দিয়ে শুরু হয় ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক বন্ধু মহলের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ দুর্বার বনাম ময়মনসিংহ কিংস। চ্যাম্পিয়ন হন ময়মনসিংহ কিংস ও রানার্স সাপ হন ময়মনসিংহ দুর্বার। দুই দলকে পুরস্কার তুলে দেন উদ্বোধক মাহবুব রেজা করিম মুরাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ময়মনসিংহ পুলিশ সুপার পক্ষ থেকে ২ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাজ্জাদ, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে ডাক্তার কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান তালুকদার। ক্রিকেট খেলায় মাঠে অংশ গ্রহণ করেন, সাংবাদিক কামরুল হাসান, মফিদুল ইসলাম লাভলু, শেখ আলী হোসেন রনি, সামদানী হোসেন বাপ্পী,সানোয়ার ইসলাম মামুন, শুভ বসাক, রনি বসু, জাহাঙ্গীর বিপিন রাজভর, তানভীর, রেজাউল, সোহেল রানা,জিয়াউর রহমান মিন্টু,মাসুদ রানা, রবি, মীর খালিদ হাসান,আবু জার আল গিফার, নজরুল ইসলাম জুয়েল, শান্ত, তানভীর, আরিফ, বিশু সাহা, মিজান সহ আরোও অনেকেই।