নিজস্ব প্রতিনিধি নজরুল ইসলাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ সদর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপিকে নির্বাচিত করার লক্ষ্যে
আলহাজ্ব মোঃ আমিনুল হক শামীমের সহধর্মিণী ময়মনসিংহ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুসি আক্তারী মহল।
রবিবার বিকালে ময়মনসিংহ নগরীর ৫নং ও ৩নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় প্রচারণা ও জনসংযোগ চালায়। ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
এসময় লুসি আক্তারী মহল বলেন, ময়মনসিংহ সদরবাসীর ভাগ্যের উন্নয়ন করতে হলে আগামী ৭ই জানুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমার স্বামী আমিনুল হক শামীমকে বিজয়ী করতে হবে। আপনাদের ভোটের অধিকার আত্মবিশ্বাসের সঙ্গে প্রযোগ করবেন, যাকে খুশি তাকে ভোট দেন সে বিষয়ে আমাদের কোন কথা নেই। যাকে আপনারা যোগ্য মনে করে থাকেন তাকেই ভোট দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোর্শেদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, যুবলীগ, যুব মহিলালীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।