নিজস্ব প্রতিবেদক: হরতালের সমর্থনে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ধাওয়া করে যুবদলের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নগরের নাসিরাবাদ কলেজের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম লিটন ও মহানগর যুবদলের সহদপ্তর সম্পাদক তারেক হাসান চৌধুরী এবং মুক্তার হোসেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এদিন দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।এর আগে সোমবার দিবাগত রাতে জেলার গৌরীপুর উপজেলা থেকে উত্তর জেলা ছাত্রদলের ৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ।
গ্রেপ্তার হওয়া ছাত্রনেতারা হলেন- উত্তর জেলা ছাত্রদলের কর্মী জাহাঙ্গীর আলম, আবু কাওসার এবং শেখ মেহদি হাসান। খবরের সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই মামলার আসামি। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা এই হরতালের প্রভাব নেই ময়মনসিংহ নগরে। ফলে নগরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল ছিল আগের মতোই স্বাভাবিক। তবে যাত্রী কম থাকায় দূরপাল্লার সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কম বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
অপরদিকে হরতাল সমর্থনে সোমবার দিবাগত রাত থেকেই ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের নেতৃত্বে এবং জেলার বিভিন্ন উপজেলায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এ ছাড়াও হরতাল সমর্থনে আজ সকালে গৌরীপুর উপজেলার কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর মোড় এলাকায় উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা মিছিল করে।