মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ বিভাগের জয়িতা নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে তিন দিনব্যাপী জয়িতা উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ২৫ মে সকালে নগরীর আমির ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (সাবেক সচিব) আফরোজা খানের সভাপতিত্বে ও এ ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক (বিপণন ও সম্প্রসারণ) মোঃ রুকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) ইয়াসমিন আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক নাজনীন সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার ইউনুসসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর আইনুন্নাহার। এ সময় সভাপতির বক্তব্যে আফরোজা খান বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন সারাদেশে নারী উদ্যোক্তাদেরকে বিভিন্নমুখী ব্যবসায় উদ্যোগে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছে। এটি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ। তিনি ২০১১ সালের ১৬ ই নভেম্বর জয়িতা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন এবং ২০২৩ সালের ১৭ই অক্টোবর জয়িতা টাওয়ারের শুভ উদ্বোধন করেন। বর্তমানে এই ফাউন্ডেশনের সাথে দেশের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০ হাজার নারী উদ্যোক্তা কাজ করছে। আলোচনা শেষে নারী উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণকৃত ২৬ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।মেলাটি ২৫ থেকে ২৭ মে পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা খোলা পর্যন্ত ছিল।