ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হতদরিদ্র, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ১৮ রমযানে ইফতার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ২ ( ফুলপুর – তাকাকান্দা) আসনে সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি। ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মেধাবী ও মানবিক এবং পরিশ্রমী ছাত্রনেতা মোঃ নূরুল ইসলাম সুজনের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরন কার্যক্রমে প্রথম রমযান থেকেই প্রতিবছরের ন্যায় এবারোও সাধারণ মানুষে মাঝে মাসব্যাপী ইফতার বিতরন করে যাচ্ছেন। এ সময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের পরিশ্রমী ছাত্রনেতা মো: নূরুল ইসলাম সুজন জাগো বুলেটিনকে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, বাঙালি আশা ভরসার বাতিঘর জননেত্রী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও মেধাবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী অসিফ ইনানের সার্বিক নির্দেশনায় ময়মনসিংহের দুই রত্ন, আমার নেতা,জননেতা মোঃ ইকরামুল হক টিটু মহোদয় ও জননেতা মোঃ আমিনুল হক শামীম সিআইপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় সকল সাধারণ মানুষের নিকট প্রতি বছর এই ইফতার বিতরন কার্যক্রম করি।ছাত্রলীগ সর্বদায় হতদরিদ্র সহ সকল মানুষের কাছে সর্বদায়, সেবা দেওয়ার স্বার্থেই কাজ করে এবং অতীতেও করোনা মহামারী সময় ও বন্যার সময় আমি হতদরিদ্র ও সাধারণ মানুষের সকল বিপদে আপদে তাদের পাশে থেকে কাজ করে গেছি এবং ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমি ও আমরা সর্বদায় কাজ করে যাবো সাধারণ মানুষের জন্য ইনশাআল্লাহ। ইফতার বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এবং আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা শাহ জালাল, অনিক,মাহফুজ, হাসান সহ ছাত্রলীগের কর্মীরা।