ময়মনসিংহ প্রতিদিনের সাংবাদিক মাজহারুল হক বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির কো অপারেটিভ চেয়ারম্যান ময়মনসিংহে।
শিক্ষা এবং বিদ্যা যা জন্ম থেকে কবর পর্যন্ত চলমান শিক্ষার শেষ বলতে কোন শব্দ নেই ।
না বললেই নয় বৃহত্তর ময়মনসিং বিভাগের শিক্ষা অনুরাগী এবং হাজার হাজার শিক্ষার্থীদের ওস্তাদ ড.মুহাম্মদ ইদ্রিস খান তার কৃতিত্বের কথা না বললেই নয় পা ,পা করে মাজহারুল হক কে সাংবাদিকতায় আবদ্ধ করিয়ে তাকে বিভিন্ন আদেশ নির্দেশ উপদেশ দিয়ে তার মেধাকে কাজে লাগিয়ে ড.মুহাম্মদ ইদ্রিস খান তিনি এক উজ্জলতার দৃষ্টান্তস্থাপন করেছেন।
সাংবাদিক মাজহারুল হক বলেন ড.মুহাম্মদ ইদ্রিস খান ও প্রণব রাউত উনাদের শাসন আর স্নেহ আমাকে আজ এই জায়গা নিয়ে এসেছে তাদের শাসনেই আমি আজ বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অদ্যক্ষ এম শরিফুল ইসলাম স্যার আমাকে শিক্ষার এমন একটি মহান দ্ধায়িত্ব দিয়ে আমাকে ধন্য করেছেন।আমি অধ্যক্ষ এম শরিফুল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছ। আমি আমার সর্বসততা দিয়ে এই মহা দ্ধায়িত্ব সঠিক ভাবে পালন করতে চেষ্ঠা করবো ইনশাআল্লাহ্।