বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রফেসর কিরীট কুমার দত্ত

Reporter Name / ২৫৩ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মরত সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত। জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কর্মরত চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল চাকরি থেকে অবসরে যাওয়ায় এই শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকালীন থেকে কর্মরত সচিব প্রফেসর কিরীট কুমার দত্ত ৮ জানুয়ারি ২০২৪ ইং ময়মনসিংহের শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রফেসর কিরীট কুমার দত্ত এর জন্ম ২৬ শে সেপ্টেম্বর ১৯৬৫ ইং সালে পিতা-মধুসূদন দত্ত, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক,সেতাবগঞ্জ সুগারমিল, সেতাবগঞ্জ, দিনাজপুর। মাতা হেনা দত্ত, নিজ জেলা-দিনাজপুর। তিনি ১৯৮১ সালে
সেতাবগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ১ম বিভাগে এবং ১৯৮৩ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৮৬ সালে আনন্দ মোহন সরকারি কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করেন এবং ১৯৮৭ সালে একই প্রতিষ্ঠান থেকে এম.এসসি.তে উদ্ভিদবিদ্যা বিষয়ে ১ম শ্রেনিতে ১ম স্থান অর্জন করেন। স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিচর্চা ও লেখালেখির সাথে জড়িত। তিনি অধ্যয়নকালে বিজ্ঞান মেলায় সায়েন্স প্রজেক্ট দিয়ে জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হন। তিনি ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে ১৯৯০ সালে বি.এড. এবং ১৯৯২ সালে এম.এ.ইন এডুকেশন (প্রথম শ্রেণি) অর্জন করেন। তাঁর চাকুরী জীবনের শুরু চতুর্দশ বিসিএস এর মাধ্যমে। তিনি ১৯৯৩ সালে জয়পুরহাট সরকারি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। অন্যান্য কর্মক্ষেত্র সরকারি জাহেদা সফির মহিলা কলেজ- জামালপুর, ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ-ময়মনসিংহ। এছাড়াও তিনি বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত। তিনি বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সহ-সভাপতি। রক্তদান সংগঠন ‘বিন্দু’ এর সভাপতি। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে সায়েন্স এডুকেশন উপর কোর্স করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটুআই প্রোজেক্ট এর সার্টিফাইড মাস্টার ট্রেইনার। এছাড়া জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা, ডিজেস্টার ম্যানেজমেন্ট, আইসিটি, কারিকুলাম, ডেভেলপমেন্ট, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, এইচআইভি/এইডস, ইজিপি প্রোকিউরমেন্ট সহ আরও বহু বিষয়ের উপর মাস্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এবং প্রশিক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ উনন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরও বি.এড, এম.এড কোর্সের টিউটর ও সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। তাঁর স্ত্রী অঞ্জনা বনিক, সিনিয়র শিক্ষিকা, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। এক ছেলে অর্ক সমুজ্জ্বল দত্ত, কম্পিউটার সায়েন্স এ বিষয়ে কানাডার ইউনিভার্সিটি অফ মেনিটোবা থেকে পড়াশোনা শেষ করে কানাডার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফ্যাসিলিটি অপারেশন ম্যানেজার হিসেবে চাকরিরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin