এম রহমান মামুন , বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর ময়মনসিংহ কর্তৃক রোপা আমন (ব্রি ধান১০৩) এর বাস্তবায়নের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২০০জন কৃষকের মধ্যে ১ মেট্রিক টন বীজ ধান বিতরণ করা হয়েছে। সোমবার ২জুলাই সকালে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ্ ধান বীজ বিতরন করেন।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক ড. মোছা: নাছরিন আক্তার বানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী। অনুষ্ঠানের সভাপতি ড. মোছা: নাছরিন আক্তার বানু বলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার আমন চাষাবাদ বৃদ্ধিতে মান সম্মত বীজ প্রাপ্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকরা হয়েছে এবং আরো ব্যাপক আকারে কৃষকদের স্বল্প মেয়াদীয় আমন ধানের জাত আবাদ করার জন্য পরামর্শ প্রদান করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় কৃষকের পাশে আছেন এবং থাকবেনে বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ্ বলেন, আমন উৎপাদন বৃদ্ধিতে উন্নতামেরন বীজের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি, সঠিক সময়ে চারা লাগানো, সুষম সার ব্যবহার এবং ক্লাস্টার আকারে জমি চাষের পরামর্শ প্রদান করেন।
এতেকরে গবেষনা প্রতিষ্ঠান্ত প্রাপ্ত ফলনের চেয়েও বেশি ফলন পাওয়ার ব্যপারে আলোকপাত করেন এবং ব্রিধান১০৩ আমন চাষাবাদ ও বীজ সংরক্ষনের কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো: আহসান উল্লাহ, অতিরিক্ত কৃষি অফিসার, সদর ময়মনসিংহ, উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল্লাহ্ হক, শামছুন্নাহার, অজুফা খাতুন, কামরুল হাসান খান, সোহেল রানা সহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.