বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুর রেলস্টেশন থেকে নারী যাত্রী অপহরণ ৫ঘন্টা পর উদ্ধার কুষ্টিয়া চিকিৎসকদের সর্বোচ্চ ‘ভিজিট’ ৫০০ টাকা করার দাবিতে মানববন্ধন রাত থেকে নিখোঁজ,ভোরে ডোবায় মিললো রিউশার দগ্ধ মরদেহ হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ,দুর্নীতির সত্যতা পেল দুদক কুষ্টিয়া পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, দুই মেয়েকে হত্যাচেষ্টা দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার-২ চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড : প্রধান উপদেষ্টা ইশরাক হোসেনকে শপথ না করানোর প্রতিবাদে বিক্ষোভ সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের হাইকোর্টে জামিন নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মসিক নির্বাচনে প্রচারণায় শীর্ষে ঘড়ি প্রতীকের প্রার্থী সদ্য সাবেক মেয়র টিটু

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন

শেখ মামুনুর রশীদ মামুন: ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জোরে শোরে বিভিন্ন মাধ্যমে মেয়র পদে প্রচারণা শুরু করেছেন সদ্য সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ২৩ তারিখ ঘড়ি প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন তিনি। নগরীর ৩৩ টি ওয়ার্ডে চলছে তার জোর প্রচারণা। একেবারেইশেষ সময়ে বিরামহীন গণসংযোগসহ নানাভাবে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। মসিক নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী মাঠে থাকলেও সবচেয়ে বে শি সরগরম করে রেখেছেন ঘড়ি প্রতীকের প্রার্থী টিটু ও তার কর্মী- সমর্থকরা। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকায় সব শ্রেণি-পেশার মানুষের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। যে কাউকে কাছে টেনে নেওয়ার মানসিকতা এবং প্রয়োজনে পাশে থাকাসহ নানা গুণ রয়েছে টিটুর। তাই শুধু রাজনৈতিক সহকর্মীরাই নয়, টিটুর প্রচারে নেমেছে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, নারী উদ্যোক্তা, সংগঠকসহ সকল শ্রেণির মানুষ। যার ফলে একদিকে তার প্রচারেও যেমন তুঙ্গে, তেমনি সাধারণ ভোটারদের মাঝেও সৃষ্টি হয়েছে ঘড়ি প্রতীকের গণজোয়ার ।সরেজমিনে নগরীর ৩৩ টি ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, অটোরিকশার মাধ্যমে মাইকিং, লিফলেট বিতরণ, ফেসবুক, মোবাইলফোনে এসএমএস, ফোনকল, গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়সহ পত্রিকার হকারদের মাধ্যমে জোরে শোরে প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগসহ সহযোগী ও ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোর সিংহভাগ নেতাকর্মী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর আ.লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটুর পক্ষে মাঠে নেমেছেন। জেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ জেলা আ.লীগের কার্যকরী কমিটির ২১ জন নেতা, উপদেষ্টা পরিষদের চারজন নেতা, মহানগর আ.লীগের চারজন সহসভাপতিসহ ২৬ জন নেতা, উপদেষ্টা পরিষদের ১১ জন নেতা সরাসরি তার পক্ষে কাজ করছেন। এ ছাড়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, যুবলীগের একাংশ, মহানগর কৃষকলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও মাঠে কাজ করছেন। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, কবি-সাহিত্যিক, শিল্পীসহ সাংস্কৃতিক সংগঠনের নেতা ও উদ্যোক্তারাও নেমেছেন টিটুর প্রচারে মেয়র প্রার্থী টিটুর পক্ষে কেন কাজ করছেন জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি মো: আল আমিন বলেন, প্রথমত উনি একজন তরুণ মানুষ, তরুণ মানুষ হিসেবে উনাকে খুব পছন্দ। তিনি তারুণ্যের দীপ্তিতে বিগত দিনগুলোতে সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে উনি যে পরিমাণ সময় মাঠে দেয়, আমি মনে করি উনার ধারেকাছেও অন্য আর কেউ নেই ।মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান বলেন, আমরা কৃষকলীগ করি, আমাদের দলীয় নানা সমস্যা সমাধানে ও বিভিন্ন কার্যক্রমে টিটুকে পাশে পেয়েছি, তিনি দলকে সুসংগঠিত রাখতে সবসময় সহযোগিতা করেছেন।পাশাপাশি আমার দলীয় নেতাকর্মীরাও নিজেদের অবস্থান থেকে আমার প্রচারের জন্য কাজ করছে, আশা করছি আগামী ৯ মার্চ সম্মানিত নগরবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সেবা করার সুযোগ দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin