নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষের সামনে, এনেক্স ভবনের দ্বিতীয় তলা থেকে বিপুল পরিমান মাদক ইয়াবা-মদ ও হেরোইনসহ খন্দকার হাফিজুর রহমানকে আটক করে এসবির সদস্যরা। তিনি মাগুরা জেলার, শ্রীপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আব্বাস উদ্দীনের ছেলে। পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায় গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এনেক্স ভবনের সামনে বিশেষ সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে চার পিস ইয়াবা, এক বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, চারটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আদালতের ভেতরে অবৈধ মাদকসহ প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.